শীত পোহানো রাত্রি শেষে ঊষ্ণতার প্রতীক্ষায় কেটেছে
নিরুত্তাপ রোদের দিনগুলোও আমার
আলোর বিভ্রান্তিতে , উত্তাপ চেয়ে ঠকেছি বার বার
যতটা উজ্জ্বল আলো, ঊষ্ণতা তার চেয়ে দূর্বল ছিল অনেক।
একটুকু উত্তাপের প্রত্যাশায় এক চিলতে ব্যালকোনিতে দাঁড়ানো
আলোর অনাবিল শরীর স্পর্শে পরোক্ষে পাওয়া সুখ
অতঃপর দ্রুতই হু হু বাতাসের হুতাশে কেঁপে যাওয়া অস্তিত্বে
আবারও সুখের অনুসন্ধান অনির্বাণ এক উষ্ণতায় ।
সম্পর্কের বরফ গলায় ভেবেছিলাম তোমার তারল্যের স্রোতে
ভাসাবো আমার ভাঙ্গা নাওখানি কুল হতে বহুদূরে
হেসে হেসে ভেসে ভেসে পৌঁছে যাবে প্রেমাস্পদ প্রাণের পাটাতনে
তারপর বসন্ত বসনে নির্বাসিত হবে, নির্বাচিত মন দুটি।
হায় উত্তর মেরুর উষ্ণতা ওঠে হিমাঙ্কের ওপরে মাত্র কয়েক ধাপ
অঙ্কের হিসেবে দেখি শুভঙ্করের ফাঁকি , মেলাতে পারি না মাপ।
১৬ই জুন ,২০১৬, ম্যারিল্যান্ড
Copyright@ anis ahmed