আষাঢ়ষ্য আকুলতা

আষাঢ়ের ঘন মেঘ দেখে আশাবাদী কী হতাম না

যে তুমি পেছন থেকে এসে ধরবে আমার চোখ !

আসলে স্থান-কাল-ব্যক্তি তিনটিই আজ ভিন্ন

নইলে কি ঝুম বৃষ্টিতে  পেতাম না তোমার চিহ্ন!


আষাঢ় না হয় নাই-ইবা এলো আজ কাছে

ওইতো দেখো অরিন্দম সেখানেই দাঁড়িয়ে আছে

যেখানে একদা অরণি আসতো রমণী-বেণী দুলিয়ে

কখনও হেসে আকুল, কখনও বা মুখ ফুলিয়ে ।


আকাশ নয়, মনেতেই আজ জমে আছে মেঘ

অঝোর ধারে নামবে বৃষ্টি হয়ত চোখের কোণ দিয়ে

দুঃখদের লেখা হবে মিষ্টি কিছু গানে

বাঁধন হারা ছুটবে তারা, কেবল তোমার  পানে।


বিনিময়ে আসবে কী গো পাত্রভরা  স্বপ্নরা সব

শুনবো কি আজ উঠোন -ভরা ভালোবাসার কলরব।

১৭ই জুন,২০২৩, ম্যারিল্যান্ড ।

copyright@anisahmed

Photo by Marc Zimmer

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *