কথা কী ছিল আকাশ তুমি গোমড়া মুখে থাকবে চেয়ে

প্রকৃতির কাছে যাওয়া হবে নিষিদ্ধ আজ

চার দেয়ালের অন্তরালে দেহ রাখবো কী আড়াল করে

দেখবো কি বসে বসে তোমার ধূসর রঙের সাজ !

তোমার সঙ্গে সখ্য আমার শৈশবের সেই  সময় থেকে

চাঁদ কেড়ে আনতেন মা তোমার কোল হ’তে যখন

আমি ভাবতাম আমরা বুঝি আছি এতটাই কাছাকাছি 

ইচ্ছে হলেই আরও কাছে চলে আসবো, যখন তখন।

তারুণ্যের চাঞ্চল্যে বার বার চাঁদ খুঁজেছি অন্যত্র

কখনও সে চাঁদ উঠেছে টিএসসি’র প্রান্তরে

কখনও বা রমনার বটমূলে, কখনও কোন কফি শপে

আকাশের চাঁদ, লুকিয়েছিল আকাশেরই অন্তরে।

আজ  বার্ধক্যের ব্যালকনিতে দাঁড়িয়ে ছুঁতে ইচ্ছে হয়

সেই চাঁদ মামাকে, মা যাকে আনতেন মুঠোয় করে

তাই ধূসর আকাশ দেখে কষ্ট পাই মনে মনে

ইচ্ছে হয় আবার হেসে উঠি পূর্ণিমার চাঁদকেই ধরে।

আকাশ তুমি কথা দাও থাকবে না আর  গোমড়া মুখে

আমি যতই থাকি বেদনাক্লিষ্ট, কিংবা কৃত্রিম কোন সুখে।

৭ই জুন,২০২৩, ম্যারিল্যান্ড ।

copyright@anisahmed

Photo by : Billy Huynh