ফণিমনসার ফুলকে ছাপিয়ে যখন কাঁটাই হয়ে ওঠে প্রধান
নান্দনিক আনন্দের তখন নিতান্তই প্রান্তিক অবস্থান
বিক্ষত বেদনার হা হুতাশ বাজে, মিশে যায় সুরে-অসুরে
নিরানন্দের প্রাধান্যে থেকে যায় আনন্দ যেন যোজন দূরে।
কাঁটার আড়াল থেকে কুসুমকে পেতে এই যে প্রতিদিনের আলস্য
এখানেই ব্যর্থতা যতখানি , ততটাই বুঝি জীবনের রহস্য।
প্রতিদিনের প্রতিকুলতা পেরুনো এই জীবন কখনও হয় বোঝা
কখনওবা সাফল্যের সঙ্গতে জটিলতারা সব হয়ে যায় সোজা।
জীবনের পথ এমনই আঁকা -বাঁকা, জানতাম কি আমরা কেউ
কখনও দেখি নদীর স্থিরতা, কখনওবা ওঠে উত্তাল ঢেউ
এমনি করেই সামলে নিয়ে চলছে জীবন-চাকা
পূর্ণতাতো আসছে নেমে, বাইরে কেবল ফাঁকা।
জীবনের এ সংজ্ঞাটুকু যেতো যদি বোঝা
বন্ধ হতো অহর্নিশ জীবনে জীবন খোঁজা।
৫ই জুন,২০২৩, ম্যারিল্যান্ড ।
copyright@anisahmed