মেঘেতে বৃষ্টিতে এই পরিপূরক সখ্য নিয়ে
মনের শুকনো ভূমি না হয় গেলে ভিজিয়ে
তোমার মেঘাচ্ছন্ন মন আসুক না নেমে
আমার তৃষ্ণার্ত হৃদয়ের পশলা বৃষ্টি হয়ে।
দিনের দৈর্ঘ সমান যে বিশাল অন্ধকার
তোমার আকাশকে ঢাকে না-চাওয়ার চাদরে
সেই আঁধার ভেঙ্গে চমকাক বিদ্যুতের বিন্দু ছটা
গুমোট বুকে আমার লাগুক আলোর কোমল পরশ ।
খরার আখরে লেখা চিঠির কথা না হয় ভুলে যাও এখন
বৃষ্টিতে ধূয়ে যাবে জেনো অভিমানী শব্দসকল
খর-তাপে পুষ্পবিহীন সেদিনের সেই শুষ্ক বৃক্ষ
নুয়ে পড়ুক না হয় কদম ফুলে সাজানো সম্ভারে।
তুমি না হয় রয়েই গেলে মেঘলা মনের মৌরুসি নিয়ে
ধন্য ক’রো তবু আমায় তুমি কয়েক বিন্দু বৃষ্টি দিয়ে।
১৫ই জুন ,২০১৬, ম্যারিল্যান্ড
Copyright@ anis ahmed
“তুমি না হয় রয়েই গেলে মেঘলা মনের মৌরুসি নিয়ে” ….চমৎকার শব্দ শৈলী !