‘যাওয়াতো নয় যাওয়া’

আজকাল আমি বার বার বটবৃক্ষের কাছে যাই

মাঝে মাঝে হিংসের আগুনে পুড়ে হই ছাই।

শৈশবে দেখা এই বুড়ো বট গাছটার এমন আয়ু

ফুরোয় না আজও ঝড়ে, যত তীব্রই হোক বায়ু।

আমার রয়েছে কেবল প্রতিদিনই কবিতার কিছু ছন্দ

মৃত্যুর কথা কীইবা বলি আর, জীবনেইতো দ্বন্দ্ব। 

গত শতকে জনম আমার, হবে এ শতকে মরণ

তবে শতবর্ষের আয়ু নয় জেনো, জীবন করবে সে হরণ।

অতঃপর দেখবে সবাই , সবার অশ্রুসজল নয়ন

মুচকি হেসে বিধাতা তখন করবে আমায় বরণ।

হিংসে তবে কেন শুধু শুধু  বটের আয়ুর প্রতি

মৃত্যুতো আনে ভিন্ন জীবনের অভিন্ন  এক গতি।

জীবনতো নয় রুদ্ধ কেবল, আকাশ- মাটির মাঝে

জীবনতো নয় সচল কেবল সকাল থেকে সাঁঝে।

স্থান-কালের সীমানা পেরিয়ে জীবন চলে উড়ে

সীমার সাথে অসীম তখন আপনি পড়ে জুড়ে ।

এই মিলনের প্রতীক্ষায়তো কাটছে বরষ মাস

মৃত্যুতো নয় কেবল যখন রুদ্ধ হবে শ্বাস ।

ঈশ্বর-খোদা-গড তোমরা যে যা বলো ভাই

প্রেমের বাঁধন তাঁরই সাথে আরতো কিছু নাই।  

এই বাঁধনে মুক্তি আমার তাতেই খুশি আমি

তিনি দেখেন বাইরে যেমন, তেমনি অন্তরযামী।

মরণকে আর করবো নাতো সারাজীবন ভয়

মরণ মাঝেই দেখি আমি জীবনেরই জয়।

২ রা জুন,২০২৩। ম্যারিল্যান্ড ।

copyright@anisahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *