অকষ্মাত্ কলসি কাঁখে অরণিকে দেখে
হতবাক অরিন্দম আজ
অরণিতো তার স্বাভাবিক দোলাচলে
বেরিয়ে এলো সেই পুরোনো পরিচিত কুটির থেকে ।
”কই যাও তরুণী অরণি তুমি
শূণ্য এ কলসী কাঁখে ?”
“শূণ্য নয়গো এ কলস আমার,
নই তোমার মতো অলস অতটা” ।
“তাহ’লে !” বিস্ময়-ভরা জিজ্ঞাসা অরিন্দমের ।
“তা হ‘লে আর কী! কলসি নয়ত শূণ্য
ভরা আছে গরল নয়, তরল ভালোবাসায়
ঢেলে দেবো উজাড় করে চাও যদি তুমি”।
আঁচল-কষা কোমর দেখে
মুগ্ধ অরিন্দম জানে দু’জনই
তার চেয়েও বিস্মিত দেখে
কলসি উপচে ভালোবাসা অরণির।
অরণির এ ভালোবাসার জলে
সিক্ত হবে আজ রিক্ত এ প্রাণ
অতঃপর ধীরে ধীরে কবিতার শব্দরা হবে
ভালোবাসার বাগানের ঘ্রাণ।
৩১ মে,২০২৩। ম্যারিল্যান্ড ।
copyright@anisahmed