ধুসর আকাশ দেখে আশা জাগে প্রাণের গহীনে
এই বুঝি নামবে মূষল ধারে বৃষ্টি
হলদে পাতারা সব সবুজ হবে আবার
অনুভবেরা হয়ে যাবে একখন্ড সতেজ সৃষ্টি ।
কিন্তু না প্রত্যাশার পাথর ঘষে ঘষে হতভম্ব আমি
জ্বললো না প্রদীপ্ত কোন আগুন
নৈরাশ্যের ধূসরতায় নিমজ্জিত হৃদয় আমার
আসি আসি করেও এলো না ফাগুন।
মনের ধূসরতায় বিশ্বকেও ধূসর দেখি আজকাল
বৃষ্টি নামে না, নামে শুধু অশ্রু অহরহ
যুগল যোগের অংক কষে মেলেনাতো হিসেব
বিয়োগের অংকে দেখি সমীকরণে বিরহ।
অবশেষে যে মন এখনও জ্যান্ত
বৃষ্টি চাওয়ায় সে এখন ক্ষ্যান্ত
১৯শে মে, ২০২৩। ম্যারিল্যান্ড
Copyright@anisahmed