প্রতারক এক আয়নার মুখোমুখি

প্রক্ষালন কক্ষের আয়নাটায় রোজ

সযত্নে লালন করি নিজের সত্তাকে আজকাল

পাক ধরা চুলে না-পাক কলপ লাগাই প্রত্যহই

চেহারাটাকে কেতাদূরস্ত করে রাখি অহর্নিশ ।

চিরুণী দিয়ে আঁচড়াই রোজ কলপিত দাড়িটা

বোঝেনা কেউ রূপচর্চায় আমার এ বাড়াবাড়িটা।

চেষ্টাতো করিনি দেখতে আমার হৃদয়টা কোন দিন

ঐ আয়নায় দেখিনি কখনই প্রকৃত এই নিজেকে

খুঁজিনি কখনও যিনি আছেন লুকিয়ে হৃদয়ে আমার

শুধু ইবাদতের রুটিন আচারে বন্দি রেখেছি নিজেকে

মুক্ত মনে দেখিনি মানুষকে কখনও মানুষেরই রূপে

তাই থেকে গেছি কেবল কু-প্রথার উগ্রবাদী কূপে।

বেহেশত পাবার লোভে আমি আল্লাহকে করি তুষ্ট

কখনও বুঝিনি মানুষের বিভাজনে তিনিই হন রূষ্ট।

১৬ই মে, ২০২৩। ম্যারিল্যান্ড

Copyright@anisahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *