মার্চেই পাওয়া মার্চকে

বিস্ময়কর ও বিভক্ত এক মার্চ দেখেছিলাম সেদিন

মুদ্রার এ-পিঠ, ও-পিঠ নয় কোনক্রমে

সাদা ও কালোর মতই পরস্পর বিরোধী

দিন ও রাত্রির মতো বৈরিপক্ষ পরস্পরের।

জয় বাংলা ধ্বণিতে মুখোরিত এক মার্চ

পূর্ণতার প্রত্যাশায় পুরিপূর্ণ এক মার্চ

সোনার বাংলাকে ভালোবাসার এক মার্চ  

বজ্রকন্ঠে স্বাধীনতার ডাকে মুখোরিত এক মার্চ ।

অতঃপর অগ্নিদগ্ধ স্বপ্নের এক মার্চ

কান্নার নদীতে ভাসমান এক মার্চ

উত্কন্ঠার মেঘে ঢাকা এক মার্চ

নীরবে নিস্তব্ধে ক্রন্দনরত এক মার্চ।

তারপর প্রত্যাবর্তন প্রত্যাশা পূরণের সেই মার্চে

আজ অবধি রয়ে গেছি স্বাধীনতার মার্চে ।

থাকবো অনাদিকাল একদা হারানো মার্চে

মার্চেই হারানো মার্চকে, খুঁজে পাওয়া মার্চেই।

২৫-২৬শে মার্চ ২০২৩। ম্যারিল্যান্ড

Copyright@anisahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *