অ্যাকুইরিয়ামের জলমগ্ন জীবনে

রঙিন ফানুস উড়াই কেবল আনন্দে তোমার

কাঁচের ওপার থেকে মৌন মুগ্ধতায় যতই দেখ রোজ

আামি যন্ত্র-নিয়ন্ত্রিত জীবন কাটাই, রাখো নাতো সে খোঁজ।

সাগরে না হয় নাই-ই বা হলো

অন্তত কোন বহতা নদীতে ছাড়তে যদি আমায়

হৃদয়ের হ্রদ পেরোতাম আমি একান্ত নিজ আনন্দেই

মাছ নয়, ময়ুর হয়ে মেলতাম পেখম, অনন্য এক ছন্দেই।

স্বপ্নের অলীক জাল বুনি যতই একা একা

জানি আমার সীমানা ঐ অ্যাকুইরিয়ামের দেয়াল অবধি

সাঁতার কেটে জলে পৌঁছাই ওই টুকু শুধু  

বাকিটা শুষ্ক মরুভূমি, মাঠ ধূধূ।

জানি তোমার নিষ্ক্রিয় ভালোবাসায়, বড়জোর উচ্চমানের দর্শকই তুমি

সদা সক্রিয় এই ভালোবাসা আমার  ছুঁতে পারে না কাঙ্খিত সেই ভূমি।   

১৫ই জানুয়ারি ২০২৩। ম্যারিল্যান্ড

Copyright@anisahmed