অনুভবের বিবর্তন

স্বপ্নের দৈর্ঘ্যরা ক্রমশই কমছে প্রতিনয়ত

যতবার পাল্টাচ্ছি সাংবাত্সরিক পঞ্জিকা আমার

বদলাচ্ছে দ্রুত চুলের  রং, পুরোনো সব ঢং

খাবার অভ্যেস এবং চোখের দৃষ্টিও সীমিত ক্রমশঃ ।

তবু হারাতে পারেনি কেউ হৃদয়ের দৃষ্টিকে

স্বপ্নের দৈর্ঘ্য মেপেছো বটে, কতটা গভীর জানোনাতো

স্বপ্নরা আমার। দুঃস্বপ্নের বিরুদ্ধে বড্ড লড়াকু তারা

সেই গোলপোস্টকে পরাস্ত করে বার বার।

কবিতার শব্দরা সব হারায় বটে মাঝে মাঝে

কাজের ভিড়ে খুঁজে পাইনা তাদের সহসা

ঝরা পাতার মতো ঢাকা পড়ে যায় বরফের আড়ালে

হৃদয় যেমন হয় কখনো কখনো তুষারাবৃত।

কিন্তু তার পর শেলীর সেই বহুল উদ্ধৃত কথা মেনে

বরফ গলা উঠোনে আসে, উষ্ণতার অনুভবেরা।

মূহুর্তেই হয়ে যায় তারা কবিতার কিছু শব্দ

উপমারা ফোটে ফুল হয়ে অনুভবের বাগানে।

বয়সের বারান্দায় বিপন্ন নই আমি কখনও

কবিতার মালা দিয়ে বরণ করে যাই জীবনকে এখনও।

 ২রা জানুয়ারি, ২০২৩। ম্যারিল্যান্ড

Copyright@anisahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *