অনুভবের রং

অরনির অভিমানেরা ক্রমশই আয়তনে বেড়ে চলে
রবি ঠাকুরের আশ্বাসে বিশ্বাস রেখেই ভাবে
হয়ত এতক্ষণে মালা গাঁথা শেষ হয়েছে অরিন্দমের
কড়া নাড়ার শব্দে জাগাবে শিহরণ, অতঃপর
ছায়াছবির শেষ দৃশ্যের মতোই আলিঙ্গনে ভরবে প্রেমের প্রাঙ্গন
এবং ধূলোয় ঢাকা তানপুরাটা বাজবে ভৈরবী রাগে ।

তেমন অনুরাগের অনুরণন বাজেনি অরিন্দমের প্রাণের গভীরে
নাগর-দোলায় দুলেছে দেহ, খেলাচ্ছলে নিতান্তই
আনন্দ ছিলো সে ছন্দে যতটা, বন্ধনের ব্যাকুলতা ছিল ততোধিক কম
শব্দের কারুকাজে ভরেছে সে জীবনের নক্সীকাঁথা
অনুভবের রং এতটাই কাঁচা, যে স্বল্প সময়ে প্রতিশ্রুত প্রেম হঠাৎ ফ্যাকাশে
আকাশে তখন ধূসর মেঘ আসর জমায় জেঁকে।

কাঁচা বাঁশের তৈরি ভালোবাসার বাসায়, এখনও অরনির অব্যাহত আশা
বৃষ্টি ভেজা ভোর শেষে ফোটে যদি প্রত্যাশার সেই ভালোবাসা।

১৪ই জুন ,২০১৬, ম্যারিল্যান্ড
Copyright@ anis ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *