সংখ্যার হিসেব যেন শুভঙ্করের ফাঁকি
ঘড়ির কাঁটা ঘুরতেই নতুনের ছবি আঁকি
বছর বদলায় বলে খুলি হালখাতা
হিমেল বিশ্বে দেখি শুধুই বরফ পাতা।
টাইম স্কোয়ারে অগুনতি মানুষের ভিড়
কখন নামবে বছরের বল,
অগত্যা নেমে এলো
ঈশ্বরের ছোঁড়া এক তীর।
মূহুর্তের উচ্ছাসে ঊষ্ণ হলো সময়
সুপরিচিত শীত লজ্জায় ঢাকলো মুখ
এবং মুখরিত হলো করতালিতে ধ্বণিরা সব
ক্যালেন্ডার বদলের বিস্মিত এ বিজয়।
আয়নার সামনে দাঁড়ালাম আজ
দেখিতো বদলেছি কতটুকু
নাহ গতকাল ছিলাম যা, আজও ঠিক তাই
তা হ’লে কেন এ সাজ সাজ।
আজওতো দেখি দরজা টপকানো জনতা
মেট্রো রেলে চড়ার সেই উন্মাদনা
দেখি বিশৃংখলার চূড়ান্ত রূপ
অসম প্রতিযোগিতায় কতটুকু সমতা!
জানি দেয়াল থেকে উপড়ানো গতকাল
আবার বেঁধেছে বাসা আজ এখানেই
যতই আশাবাদী হই পঞ্জিকা বদলের
গতকালই থেকে যায় আজও আগামিকাল।
জানিনে হায় এ কেমনতরো সমীকরণ
যেখানে কোলাকুলি করে জীবনও মরণ।
১লা জানুয়ারি, ২০২৩। ম্যারিল্যান্ড
Copyright@anisahmed