আজকাল সংঘাত ও সংহারের সমীকরণে

ব্যতিব্যস্ত  বিশ্বে যে বসবাস আমার

সেই সমুদ্রতটে বৃথাই খুঁজি মুক্তো মুঠো মুঠো

বিদ্বেষের বালুকাবেলায় হারাই বার বার।

ধর্ম-ভীরু হবার প্রাত্যহিক প্রচেষ্টায়

নিজের অজান্তেই ঘটে যায় উন্মাদনার উন্মেষ

কী নামে ডাকবো তোমায় আজ আমি

সে নিয়েই ভাবেন মোল্লা-পুরোহিত নির্বিশেষ।

এখনতো শুধু আল্লাহতে ভগবানে নয় সংঘাত

আল্লাহ-হাফেজ, খোদা হাফেজে চলছে সংঘর্ষ

ভগবান বলবেন, নাকি বলবেন ঈশ্বর

ব্রহ্মাতো হারালেন এ কুটতর্কে কোনটা যে উৎকর্ষ !

বোঝেন না কেউই শব্দের অর্থ

রবীন্দ্রনাথ হতেন যদি শামসুর রাহমান

জানি ক্ষুব্ধ হবেন অনেকেই

মারমুখি হতে পারেন হিন্দু-মুসলমান।

নাথ কি তবে নন রহমান

শামস তো রবিরই আরেক নাম জানি

ভাষায় অজ্ঞতা এতটাই আজ

যে ধর্মের অজুহাতে শুধুই প্রাণহানি।

তাই আমার অংক-কষা ভিন্ন

সেখানে সমীকরণ খোদায়-ভগবানে

গড ,ঈশ্বর এবং ব্রহ্মা একাকার

ভেদাভেদ নেই কোথাও ওরা কি তা জানে!

তাই উপলক্ষ্য হয়তো আজ ভিন্ন

লক্ষ্যেতো সকলের অভিন্ন

উৎসবের আনন্দে একাকার যতটা আমি

তার চেয়ে কিছু কম নন অন্তর্যামী ।

২৯ শে সেপ্টেম্বর, ২০২২ ম্যারিল্যান্ড

Copyright@anisahmed