শেষের শুরু

কী এক বিষন্ন বিস্ময়ে কাঠবেড়ালিটা

বসে আছে পুরোনো বৃক্ষের এক মগডালে

ওই বৃক্ষ বেয়েইতো উঠে আসা তার এই অবধি

না, তখনও বৃক্ষ হয়নি সে, গাছ বলতো সকলেই

গাছই বলুক আর বৃক্ষই, সেতো অনড় এক অভিজ্ঞতা

ঝড়ে নড়েনিতো কখনই, যেন অজর অমর এক সত্ত্বা।

এখন এই বিমূর্ত বৃক্ষের ডালে বসা কাঠবেড়ালি

বার্ধক্যের বিষন্নতায় কুবজো হয়ে পড়েছে অনেকটাই

স্মৃতির কতিপয় কোলাজ চিত্র নিয়ে নাড়ানাড়ি প্রত্যহই

কখনও তারুণ্যের উচ্ছাসময়তায় ভাসানো দিনগুলো   

কখনও চলে যাওয়া শৈশবের সেই বিগত দিনের  গল্প-কথা

সবটুকু যোগ করলে সরব আনন্দরা হয়ে যায় একখন্ড নীরবতা।

এখন এই কাঠবেড়ালিটার সামনে আছে ধূ ধূ মাঠ শুধু

কিংবা থৈ থৈ অশ্রুজলের আয়োজন

স্মৃতি ও বিস্মৃতির সিঁড়ি বেয়ে ওঠা -নামা প্রত্যহই

সমাপ্তির কাছাকাছি, অতএব ফুরোলো প্রয়োজন।

৮ই সেপ্টেম্বর, ২০২২ ম্যারিল্যান্ড  

Copyright@anisahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *