হ্রদ কিংবা হৃদয়

পরিচিত সেই হ্রদটির পাশ দিয়ে হেঁটে যায় অরিন্দম

ভোরের স্নিগ্ধতায় কিংবা কণে দেখা আলোয়…

না, না কণে দেখার কোন সুপ্ত বাসনায় নয় মোটেই  

সেই প্রেয়সী অরণিকে দেখার জন্যেই এই প্রাত্যহিক পদচারণা।

অরণিও হাঁটে বুঝি ব্যস্ত কোন সরণির পাশ দিয়ে

অরিন্দমের নিত্য প্রতীক্ষা অরণির পাথর হৃদয়ের জন্যে

যদি তার নামের মতোই পাথরে পাথর ঘষে স্ফুলিঙ্গ জ্বলে

তা হ’লেতো পুড়বে সেও প্রেমের আগুনে অনর্গলে।

আর অরিন্দমের সেই হ্রদ, আসলেতো হৃদয়

পুরোটা বলতে পারেনা বলেই আদ্যাক্ষর নিয়ে এই আদিখ্যেতা;

চশমার পুরু কাঁচটা মুছে, খোঁজে সেই অরণিকে

শশব্যস্ততার সড়কে দেখে কখনও, কখনও হারায় জনসমুদ্রে

বালির সৈকতে বসে অরিন্দম মিছেই বুঝি ঢেউ গোনে

যতটা জোরে আসে কাছাকাছি,ততটাই জোরে পিছিয়ে যায় প্রত্যহই

আর অরিন্দমের সেই হ্রদ কিংবা হৃদয় সেখানেইতো সাঁতার কাটা

পথিকেরা ভাবে অরিন্দমের এ তো সকাল কিংবা সায়াহ্নের হাঁটা।

কবিদের কোলাহলে অ-কবি অরিন্দমের যতবার যাওয়া-আসা

ততবারই অরণিকে নিয়ে অলীক স্বপ্ন-দেখা, অরণিকেই ভালোবাসা।   

১৩ই জুন, ২০২২ ম্যারিল্যান্ড  

Copyright@anisahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *