গাছের আগায় দেখি রবির আলোয় আলোকিত
উষ্ণ পাতারা সব হাসছে সবুজে-সোনালীতে,
রঙিন বন্ধুত্বের এ এক অবাক দৃশ্য
তাদের নিজেদেরই মনের মোহন মিতালিতে ।
অথচ গাছের নীচে দেখি ঘুটঘুটে এক অন্ধকার
পাতারা পতিত যেন মলিন এক বিশাল বিমর্ষ
যুদ্ধ করে চলে প্রতিদিন নিজেদের অস্তিত্ব রক্ষায়
আঁধারেই পায় বিষন্নতা কেবল, খোঁজে আনন্দ-হর্ষ।
ঐ বৃক্ষের মতই দেখি সমাজের এ বিভাজন
উঁচুতলার মানুষেরা দিবানিশি পায় আলোর আস্বাদ
নীচে রয়ে যায় ঘন-কালো অন্ধকার অবিরত
যা কিছু খায়, মুখে রয়ে যায় বিস্বাদ ।
অথচ প্রাত্যহিক এই উত্তাপের মাঝে
প্রয়োজন কি নেই এক খন্ড বিশাল ছায়ার
বৈরিতার বিভ্রান্তিতে ভুগছে যখন বিশ্ব আমার
তখন কি প্রার্থী নই আমি এক স্তবক মায়ার ?
জবাবটাতো খুবই সহজ , আঙ্কিক অনুপাতে
যতটা চাই আলো ততটাই ছায়া প্রতিদিনের পাতে।
১১ই জুন, ২০২২ ম্যারিল্যান্ড
Copyright@anisahmed