গদ্যের পথ ধরে হাঁটছি ক্রমশই
পথটা বন্ধুর, বড্ড এবড়ো-খেবড়ো
সেখানে কোন বহতা নদী নেই
নেই সাঁতার কাটা কোন শাপলা শালুক
শ্যাওলায় বড্ড পিচ্ছিল সে পথ।
সোঁদা মাটির সুগন্ধ পাইনে আজকাল
কাদায় নিমজ্জিত পথ ধরে প্রাত্যহিক এ যাত্রা
বিকল্পতো পাইনে খুঁজে এই-ই বুঝি বিশ্বের মাত্রা।
যতই সন্ধান করি সন্ধির সর্বত্রই আমি
ততই শুনি সংশয় আর সংকটের বার্তা
সৌর-সত্যের কাছাকাছি যেতে চাই প্রতিদিন
অথচ থেকে যাই অন্ধকারের বন্ধ দ্বারে আবদ্ধ।
যদিই বা বেরুই প্রিয়-পরিচিত সেই পৃথ্বির খোঁজে
পাইনে খুঁজে তারে কোথাও ইদানিং কাব্য-কথার বাইরে
আগ্রাসনের আগুনেই দেখি গো-গ্রাসে গিলছে সকলে
যত্সামান্য গরিবের ধন, প্রাণ বিসর্জন, অতএব, সেই ধকলে।
বাধাহীন ব্যাধির আধিপত্যে দেখি বিলীন আমার বিশ্ব
গদ্যের গাড়ি ঠেলি আপন মর্জিতে,ছন্দপতনে হয়ে যাই নিঃস্ব।
২৩শে মে .২০২২ ম্যারিল্যান্ড
Copyright@anisahmed