হৃদ্যিক বসন্তই শুধু

ফুল ফুটলো কী ফুটলো না

তাতে আমার কিচ্ছু যায় আসেনা

তাপমাত্রার পরিমাপ নিয়ে একটুও

চিন্তাগ্রস্ত নই আমি ।

ওই তো দেখি ভাবনার আকাশে আজ

নক্ষত্রের মতো ফুলেরাও করছে জ্বলজ্বল

সেখানেইতো প্রজাপতি মন আমার

স্থায়ী বাশিন্দা হয়ে বসে আছে আদিকাল হতে।

প্রবাসের প্রলুব্ধ এ হৃদয়

দেখে ফুলে ফুলে অন্তঃসত্ত্বা পলাশের গাছ

শোনে শিমূল শাখায় কোকিলের কুহুতান

বছরের ধূলি ঝেড়ে

সরোদের তারে বুলিয়ে চলে আঙুলগুলো

স্নেহের সেই কোমল স্পর্শে

সরোদ সাড়া দেয় ঠিক পোষা বেড়ালটার মতো

আদুরে স্বপ্নে শুনি মাদুরে বসা রবিশঙ্করের বাজনা।

কখনওবা চলে যাই

চিত্তের সেই চিরচেনা চত্ত্বরে

যেখানে চড়ুইয়ের মতোই চেরিরা থাকে চঞ্চল

পটোম্যাকের জলে দেখি প্রতিবিম্ব তাদের

যেন কাটছে সাঁতার, নান্দনিক আনন্দে বিভোর

সাঁতার না জানা এ মন আমার

ডুবে যায় হাঁটু জলেও জেনো প্রত্যহই

তলানি থেকে নিয়ে আসে গুচ্ছ গুচ্ছ বাসন্তী আনন্দ।

মেঘলা মধ্যাহ্নেও তাই দেখি হৃদয়ে লুকোনো সুর‌যো

ঠিক জাতীয় পতাকার মতো, বাজায় স্বাধীনতার তূরযো

 ২৬শে মার্চ .২০২২ ম্যারিল্যান্ড  

Copyright@anisahmed     

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *