কবিতার কথা; কবিতায় কথা

অনুরাগের অনুরণন তুলে কবিতা বললো সেদিন,
“তোমাকে ছাড়া বড্ড প্রাণহীন লাগে আমার”
এ বড় পক্ষপাতি কথা, তোমার প্রিয়তমা কবিতা
বড়ই একদেশদর্শী হয়ে পড়েছো, তুমি আজকাল।
তোমার আকাশজুড়ে রয়েছে গর্ভবতী মেঘ
উঠোন জুড়ে আছে সম্ভাবনার নানা রঙের ফুল
কুমার নদীতে বয়ে যায় নবকুমারদের নৌকো
প্রাণময়তার এহেন উপাদানে অনিবার্য কতটাই বা আমি।

বরঞ্চ কি জানো? বিপরীতটাই সত্য; নান্দনিক আনন্দে
নন্দন কানন গড়ে কবিতা তোমারই একান্ত সান্নিধ্যে
কোমল স্পর্শে তোমার কোমল গান্ধার রাগে ভরে ছন্নছাড়া
এ জীবনের ছিন্নপত্রগুলো। সুরগুলো পায় কথার সন্ধান
তোমাকে অবলম্বন করেই কিশোরি শব্দরা আমার
পুর্ণ–যৌবনা এক রমনীতে রূপান্তরিত হয় অকষ্মাৎ
তারপর কবিতা, তোমাতে আমাতে চলে নিত্যই খুনসুঁটি
বিগলিত মনে শিষ দিয়ে যাই, গলির এই চেনা মোড়ে ।

কবিতা বলে, “ এমন ভেঙে চুরে ভালো কেউ বাসেনি আমায়”
এখন বিব্রত বিবেকে এ মুখ আমার কোথায় থুই, লুকোই কোথায়?

ম্যারিলান্ড , ২রা মে , ২০১৬
Copyright@ anis ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *