রোজই যে বলো
সমস্বরে সকলেই
কবিতা লেখো, লেখো না কবিতা
কবিতা লেখা কি
এতটাই সহজ যে এই সময়ে
শব্দরা আসবে, নাকি আসবে শুধু যুদ্ধের ছবিটা !
কবিতার প্রতিপক্ষরা
আজ পাশব হলো সব
ছন্দপতনের আনন্দে বিভোর বটে কবিতার প্রতি ক্রুদ্ধ
ট্যাঙ্কের চাকার শব্দ
দেখ ছন্দকে করে কেমন জব্দ
নিক্ষিপ্ত ক্ষেপনাস্ত্ররা সব ক্ষেপেছে আজ বলছে এটাই যুদ্ধ।
কলমে এখন কালি কই
দেখি রক্তপাত সর্বত্রই
খাতার পাতারা সব মরুভূমি আজ কোথায় খুঁজি বলো জল
রবীন্দ্র সদনে
ম্লান বদনে
বসে আছে, নাহ প্রেয়সী কোন নয়, দাঁড় কাকেদের দল।
টক শো’য়ে আজ
রব শুনি’সাজ সাজ
রাজা-উজির মারেন ব্যক্তি যাঁরা পরিচয় অতীব বিদগ্ধ
বোঝেন নাতো কেউ
গোণেন শুধু ঢেউ
দেখেননিতো কখনই বোমার আগুনে শিশুও যে দগ্ধ।
কবিতা লেখার
কিংবা স্বপ্ন দেখার
সময় কোথায় আর, চাইনেতো এখন কোন ভ্রান্তি বিলাস
যতই লুকোই মুখ
আসবে না তো সুখ
চারিদিকে আজ দেখি একাত্তরের ছবি এবং তেমনি কিছু লাশ।
১০ই মার্চ . ম্যারিল্যান্ড
Copyright@anisahmed