আজকাল সর্বত্রই খুঁজে বেড়াই সুর শুধু
নইলে মরুভূমি এ বিশ্ব কেবলই ধুধু;
চাই একচিলতে সুরের আমেজ উঠোনে আমার
নইলে ছন্দ হারাই জীবনে নিত্যই বারে বার।
অসুরের দাপটে সুরেরা আজ পরিযায়ী পাখি,
মনে হয় এখন, বিরহের বেদনা কোথায় লুকিয়ে রাখি।
সঙ্গীতের সঙ্গমে যে হানা দেয় হায়নারা সব
ছন্দপতন ঘটায় নীরবে নিত্যই, যায়না শোনা রব।
হায়নাদের সেই হামলায় ছেঁড়া তানপুরাটার তার
এখনও বুকে জড়িয়ে রাখি,থাকে বেদনার ভার।
সুরের অভাবে, অসুরের দাপটে মাতোওয়ারা সারা বিশ্ব;
সঙ্গীতের সঙ্গত যারা, তারা থেকে যায় হায় নিঃস্ব ।
এখনও চাই বিশ্বে আসুক সুর, তাল আর লয়
নইলে জানি কেবলই ক্ষতি, অবিরাম শুধু ক্ষয়।
৯ই ফেব্রুয়ারি, ম্যারিল্যান্ড
Copyright@anisahmed