ধোঁয়াশা

আবহাওয়াবিদরা আজকাল প্রায়শই বলেন

বায়ু দূষণই এই ঘনধোঁয়াশার কারণ

হৃদয়ে তো পাইনে খুঁজে দূষণ আজ অবধি

তবে মনে কেন জমবে এ গাঢ় ধোঁয়াশা।

স্পষ্ট কেন দেখতে পাবো না আমি

যে রয়েছে হৃদয়েরই কাছাকাছি ।

মনোভূমিতে ভয়ংকর কি দূষণ সর্বত্র

বাস্তবতার বিষে দংশিত কী এতটাই

যে পরাবাস্তবেও দেখবো না তোমায়

অথচ কি আশ্চর্য! আছোতো এতটাই কাছে

যে হাত বাড়ালেই স্পর্শের ভেতরেই থাকো

ঘন-কুয়াশার দেয়াল ভাঙবো সে স্পর্ধা পাইনে এখনও।

মনোভূমিতে নাই-ই বা এলে

এসো না কেন তবে বন-ভূমিতে

কাঠবেড়ালি মন আমার করুক ছুটোছুটি

নাইবা পেল শীত-সকালে খেজুর-রসের স্বাদ

কাঠ-ঠোকরা হয়েই না হয় রইলাম সকাল-সাঁঝ

না হয়, গাছের বাকলে ছোঁয়াই নিজের ঠোঁট।

ঘন ধোঁয়াশায় বেয়ে যাই রোজ জীবনের এই তরী

চাই না তবু তুমি যাও সরে কিংবা আমি সরি।  

৩রা ফেব্রুয়ারি, ম্যারিল্যান্ড  

Copyright@anisahmed     

আলোকচিত্র: Jacob Mckay

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *