উনুনের উত্তাপ

মাঘের শীত যখন বাঘের গায়ে

যখন  ভাঁপা পিঠার আলতো স্পর্শ ঠোঁট ছুঁতো

তখন তাপের প্রত্যাশায় গিয়ে দাঁড়াতাম

পূবের ঐ বারান্দায়, এখনও দাঁড়াই গিয়ে

ভিন দেশের অন্য কোন এক ঝুল বারান্দায় 

উজ্জ্বল রোদের সমাবেশে নাইতে ইচ্ছে করে

প্রচন্ড আশা নিয়ে তাকিয়ে থাকি সূর্যটার দিকে

ইচ্ছে করে উষ্ণতায় ভেজাই আমার হৃদয়টুকু।

কিন্তু শীতের এই সূর্যটা প্রতারক ঠিক তোমারই মত

উষ্ণতার উত্কৃষ্ট আশ্বাস নিয়ে আসো বার বার

শীতার্ত আমি ছুটে যাই প্রতিবার প্রেমের প্রাঙ্গনে

অতঃপর অকস্মাত্ হৃদয়ে লাগে শীতের দমকা হাওয়া

ঊষার তূষারে জমে যায় যতটুকই বা ছিল আকাশ চাওয়া।

তবে কেন কেবল ঊষ্ণতার লোভ দেখাও সূর্যের মত

বুঝি না আমিও সূর্যতো এখন সমর্পিত হিমেল হাওয়ায়।

কতটুকুই বা শক্তি তার যে প্রেমের উত্তাপে উদভ্রান্ত করবে আমায়।

তাই ফিরে আসি আবার সেই পলি মাটির পরিচিত  উনুনের কাছে

আগুনের পরশমণি ছোঁয়াই প্রাণে, জানি সবটুকু উত্তাপ সেখানেই আছে।

 

২৫শে  জানুয়ারি, ম্যারিল্যান্ড  

Copyright@anisahmed     

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *