ওভারকোট

আমারই মতো ক্লজেটের ঐ ওভারকোটটা

একাকী ঝুলে আছে দুই শীত জুড়ে

না এমনতো নয় শীতার্ত দিনেরা আসেনি কখনও

এমনওতো নয় যে উষ্ণতার অভাব কাটেনি কখনও।

তবুও যে দামি সেই ওভারকোট এখন ধূলায় ধূসরিত

পরিত্যক্ত কোন অচল যন্ত্রযান যেন বা

গতিহীন সময়টাতে দূর্গতি বাড়িয়ে চলে অহর্নিশ শুধু

সবুজ প্রাঙ্গনের দিকে যতই বাড়াই পা, দেখি মাঠ ধূ ধূ।

শীত-সকালে বেরোই না আজকাল, করোনা-ক্রান্তির শংকা কেবল

ব্যবহার্যের তালিকা থেকে যতটা বাদ পড়েছে ওভারকোটখানি

ঠিক ততটাই রয়েছি তোমার বিয়োগের খাতায়ও আজকাল

তাই ক্রমশই ধূসর হয়ে আসে জগত্ দেখি যদিও সবুজ কিংবা লাল।

যদিবা পরতাম আমি, সাধের ওই ওভারকোট, কীই বা হতো বল

পোশাকি উষ্ণতায় ঘামতাম কেবল. অন্তরেতো নিরন্তর তূষারপাত

আশ্চর্য এক আচ্ছাদিত বিশ্বে বসবাস করি আমি, করো তুমিও

খুঁজি শুধু এক মুঠো উত্তাপ, দেখি বিবর্ণ আকাশ এবং ভূমিও।

 কৃত্রিম এক উষ্ণতার খোঁজে ঝুলন্ত ওভারকোটে হাত বুলাই

 ভুলে থাকা নির্ভুল অনুভবে শুধু নিজেকে নিজেই  ভুলাই।

২০শে  জানুয়ারি, ম্যারিল্যান্ড  

Copyright@anisahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *