কাজল রেখার পাশেই হেঁটে যাই প্রতিদিন
বড় ইচ্ছে করে কাজলা নদীতে সাঁতার দেবো
কাজল কিংবা মাস্কারাকে বড় ঈর্ষা হয় আজকাল
তারা তোমারই আস্কারাতে ঘোরে ঐ কাজলা নদীর তীরে।
কোন এক সুদূরে বসে দেখি সেই দৃশ্য প্রতিনিয়ত
বড় ইচ্ছে করে কাজল হয়ে মিশে যাই পাপড়ির সাথে নিয়তঃ
অতঃপর নেমে যাই কাঙ্খিত সেই কাজলা নদীতে আমি
যে চোখের চত্ত্বরে আছে চিত্ত-রেখা আঁকা নিপুণ শিল্পকর্মে ।
চঞ্চলা কোন মাছের মতোই চিত্ত যেখানে দেয় ডুব সাঁতার
ইচ্ছে করে সেখানেই নেমে যাই,স্পর্শ করি নিমজ্জিত সেই হৃদয়
জানি জেলেতো নই আমি যে জালে ধরবো তোমার ও মন
তবু খুঁজে বেড়াই দৃষ্টিতেই তোমার , যা থাকে দৃষ্টির অন্তরালে।
চোখ ও চিত্তের এমন সমীকরণ কোথাও তো পাইনে আমি
তাইতো দেখি প্রত্যহই মুগ্ধ বিস্ময়ে, সূর্য যদিও অস্তগামী
১৬ই জানুয়ারি , ম্যারিল্যান্ড
Copyright@anisahmed