হিমেল সময়

মাকড়সা মনেরা সব

পড়েই থাকে আজকাল অন্তর্জালের আবর্তে

অন্তরে পৌছুনোর একবুক  প্রত্যাশা নিয়ে।

অন্তত অন্তর যদি পেয়েই যায় অকষ্মাত্

তা হলে প্রেমের এ খেলায় হবে নির্ঘাত বাজিমাত।

কিন্তু হায় অন্তরতো পায় না খুঁজে কেউ

পায় কেবল জালেরই জালিয়াতি

অন্তর্জালের বিশাল অন্দরমহল লোকের অরণ্য বটে

তবু পায় না খুঁজে হায় আরণ্যক কোন ভালোবাসা   

হৃদয়ের সাথে হৃদয় মেলানোর দূর্লভ এ আশা।

এখন কেবল হিমেল সময়ের সঙ্গে সখ্য প্রত্যহই

অন্তঃসত্ত্বা আকাশের আশংকায় কেটে যায় সময়

সবুজাভ এ উঠোন ঢেকে যাবে সাদা কাফনের কাপড়ে

অতঃপর কান্নার শব্দদের এক দীর্ঘ মিছিল

বুঝে নেবো নিজে নিজেই জীবনটা এমনি পিছিল।

হয়ত হেঁটে যাবো মেঘ পাড়িয়ে আলোকিত কোন আকাশে

হয়ত পেয়ে যাবো মিলনের আনন্দ কোন ইঙ্গিতে -আভাসে ।

৩০শে ডিসেম্বর ২০২১, ম্যারিল্যান্ড  

Copyright@anisahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *