কেবলই পরিহাস

কাল যাদের ছবি ছিল গাছে গাছে  

আমারই আই-ফোনের ক্যামেরায়

এবং ফেইসবুকের পাতায় ছিল

লাইক-লাভের অকৃপণ ছড়াছড়ি

সেই পতিত পাতাদের আজ মাড়িয়ে গেলাম

নিতান্ত অবজ্ঞা কিংবা অন্তত নিজেরই অলক্ষ্যে।

 মচমচ শব্দে শোনা গেল বেদনার বাদন

ভাবলাম আমি, এ বুঝি সঙ্গীতের অনুসঙ্গ।

যেন মৃতপ্রায় মানুষের পাশে দাঁড়িয়ে

অযথা উল্লাসে উপহাসের পাত্র হয়ে যাই

শুষ্ক পত্রে অহেতুক খুঁজি রঙিন ফুলের সুবাস

শাখায় তারা অমূল্য রতন,ভূমিতে মূল্যবিহীন  

পাতাদের কষ্ট বুঝিনা কখনও, খুঁজি কেবল নিজেরই সুখ।

বাহ্য ভালোবাসায়, স্বার্থের গাঁথুনি হয় শক্ত শুধু

সুখের পায়রার মতই উড়াল দিই এ গাছ ও গাছ

জমিরা সব কাদায় কাঁদে, পদপিষ্ট হয় পাদুকার আঘাতে ।  

এ কী তবে প্রকৃতি-প্রেমিক মানুষেরই প্রকৃতি

মূহুর্তেই মুগ্ধতা অপার, মূহুর্তেই অস্বীকৃতি।

১২ই নভেম্বর ২০২১, ম্যারিল্যান্ড  

Copyright@anisahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *