কবিতার ক্ষেতে খরা এতটাই আজকাল
যে খেরোখাতার সবুজ শব্দরাও এখন
ক্ষয়ে যায় ক্রমশই খয়েরি রঙ্গের আবর্তে
খোয়া যায় স্মৃতির সেই চিহ্নগুলো
যাকে সম্বল করে একদা
ওয়ার্ডসওয়ার্থ লিখেছেন কবিতা রাশি রাশি।
কিন্তু উপমারা যখন নিরুপমা হয়ে যায়
কিংবা উতপ্রেক্ষার প্রেক্ষাপটই যায় বদলে
শশকের মতোই শশী দেখা কালে-ভদ্রে হয়তবা
নিত্যই চলা মানচিত্রের নির্দিষ্ট পথ ধরে
রাজনীতি ও অর্থনীতির অনর্থক লড়াইয়ে তখন
নিরেট গদ্যই চলে আসে কী-বোর্ডের টরে টক্কায় ।
কবিতাপ্রেমী এমন কী কবি প্রেমীদের তাই বলি
অতটা নিরাশ হবার প্রয়োজন নেই কোন
আজকালতো কবিতার নির্যাস আসে
গ্রাম্য গদ্যের গড্ডালিকা প্রবাহ থেকে
অনুজীবের অনুবর্তী নতুন কোন ভাইরাস থেকে
অথবা সকাল সন্ধ্যার সংবাদ থেকেও ।
কবিতা পাবেন নিশ্চয়ই এখনই দিচ্ছি কথা
সুখের রেশ ধরে আসবে সে , কিংবা শুধুই ব্যথা।
১০ই সেপ্টেম্বর ২০২১, ম্যারিল্যান্ড
Copyright@anisahmed
リアルラブドール 今年誰もが試みるべき大人のおもちゃのパターントップ5
ダッチワイフ
buy online prescription drugs