শোক ও শক্তির কথা

ভোরের শিশিরে এখনও দেখি তোমাকে

ঠিক ততটাই যতটা দেখি বোশেখী রোদে

মানচিত্র ছিঁড়তে চাইছিল যে শকুনেরা একদা

তারই অক্ষত চিত্রপটে দেখি প্রত্যহই তোমায় ।

তোমার তর্জনীতে এখনও খুঁজে পাই আমি

সেই বজ্র নিনাদ, একদা যে জাগিয়েছিল আমায়।

এখনও আমি জেগে রই, শুক্লপক্ষের প্রহরী যেন

প্রতীক্ষায় থাকি তুমি আসবে কোন এক শীত-সকালে ।

যারা বলে তুমি চলে গেছো না ফেরার দেশে

জানেই না তারা মিশে আছো তুমি স্বপ্নের আবেশে

মাঠে ময়দানে, উদ্যানের কচি দূর্বা ঘাসে নিত্যই

তুমি মিশে আছো জানি পদ্মা-মেঘনা-যমুনার জলে

যতটা আছো প্রত্যহ বাওয়া নৌকার পাটাতনে

ততটাই আছো ধানের শীষের আশীষে-আশির্বাদে।

অর্বাচীনেদের কুটতর্কে তুমি হারবেনা জানি কখনও

বিভাজন নয় মিলন-মোহনায় দাঁড়িয়ে আছো এখনও ।

অমরতা তোমার বাঁধা নেই আজ সময়ের পরিমাপে জানি

শোকের আবর্ত কাটিয়ে দেখি শক্তিতেই তোমার বাণী।

 ১৫ই আগস্ট  ২০২১, ম্যারিল্যান্ড  

Copyright@anisahmed

Comments

9 thoughts on “শোক ও শক্তির কথা

  1. Pingback: netteller casinos
  2. Pingback: sublingual cialis
  3. Pingback: buy cialis 10 mg
  4. Pingback: viagra young men

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *