সাঁঝের আলোতে কেন দেখতে হবে কনে

কেন নয় মনের আলোতে

বর্ণিল এ বিশ্বে যতটা থেকে যায় বর্ণবাদ

তাতেই পৃথক সাদাতে কালোতে

কৃষ্ণকলি কি কেবলই কবিদের কথা হবে চিরদিন 

রাজনীতিকদের ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ শ্লোগান

কালো কি থেকে যাবে অন্তহীন শোকের প্রতীক

সাদারাই কেবল কি গাইবে নিজেদের জয়গান।

নিত্যই নিরন্তর জিজ্ঞাসা থেকে যায় মনের প্রাঙ্গনে

সেখানেই ফোটে বর্নিল সব ফুল

সম্পর্ক কিংবা সংসর্গে , সংসারের সকল অনুসঙ্গে

সাদা-কালোর প্রভেদটা থাকে হায় নির্ভুল।

এই নির্ভুল তো আসলেই ভুল বোঝাবো কেমন করে সে পরিহাস

মনের বর্ণ দেখে নাতো কেউ, দেখে শুধু  উপরের উপহাস।

১লা আগস্ট   ২০২১, ম্যারিল্যান্ড  

Copyright@anisahmed