বিষন্নতার বিবর্তন

কষ্টের কষে ভরা কলস নিয়ে

মাঝে মাঝে যখন আসো তুমি

আমার এই  পদ্ম-পুকুর পারে

তখন বড্ড বেদনায় সংক্রমিত

এ মন সিক্ত হয় চোখের জলে।

কিংকর্তব্যবিমূঢ়ের মানেটা বুঝি মূহুর্তেই

স্যানেটাইজার দিয়ে যতই মুছি মন

মোছে না তো মনের এই সংক্রমন।

আবার যখন হাস্যরসে উচ্ছলতাটুকু  

ছলকে ওঠে ঐ একই কলসি থেকে

তখন সুধা পান করি আপন আনন্দে

অভিন্ন অনূভূতিরা সম্পৃক্ত তখন

পারস্পরিক এক সহমর্মী সাহচর্যে

শব্দের ফুলঝুরি ঝরে শারদ শেফালির  মত

তুলে আনি হৃদয়ে ভ’রে  ওই অঞ্জলি খানি

জানো নাতো তুমি, জানি আমি সেই নন্দন কাহিনী।

এমনি করে বিষন্নতার বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে

রাত্রি পেরিয়ে ভোর থাকে ভরা ভালবাসার  খামে।

  

১২ই জুলাই  ২০২১, ম্যারিল্যান্ড  

Copyright@anisahmed

Comments

21 thoughts on “বিষন্নতার বিবর্তন

  1. Pingback: viagra dosage 75mg
  2. Pingback: 50mg viagra price
  3. Pingback: meritking
  4. Pingback: elexusbet
  5. Pingback: eurocasino
  6. Pingback: madridbet
  7. Pingback: eurocasino
  8. Pingback: eurocasino
  9. Pingback: meritking
  10. Pingback: meritroyalbet
  11. Pingback: meritroyalbet
  12. Pingback: meritroyalbet
  13. Pingback: cialis 60 mg
  14. Pingback: perabet
  15. Pingback: child porn

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *