খরতাপে দগ্ধ এই অনুভব
এবং আষাঢ়স্য দিনের ঘন বর্ষণ
এই বৈপরীত্যের মধ্যেই নিত্য আনাগোনা।
উদ্বিগ্ন এ মন ঊষ্ণতার কাছে ছোটে
এবং অচিরেই দগ্ধ হয়ে প্রত্যাবর্তন
ঘন-বর্ষার ভেজা আলিঙ্গনে ।
বৃষ্টি-ভেজা মাটিতে পাই সোঁদা গন্ধ
তাই বর্ষার বিনম্র প্রেমে আমি আজ অন্ধ।
অন্ধত্বে তাই বিক্ষিপ্ত হয় না দৃষ্টি
নিমজ্জিত থাকে মন নিজেরই মধ্যে
দেহ ভেজে না হয়ত, মন ভেজে নিত্যই
মনেরই উর্বর মাটিতে গাঁথা চারারা জানি
ফুল ফোটায়, গ্রীষ্মে বর্ষায় অনবরত
হৃদ-আঙিনায় ঋতুরাতো ঋতুবতী নারীর মত।
মনই তখন চোখের বিশাল বিকল্প
চোখ নয়,মনই আঁকে বিচিত্র চিত্রকল্প।
শব্দরা সব চঞ্চল, এখন নিভৃত অনুভূতিতে
অক্ষরেরা স্বাক্ষর হয়ে যায় কাব্যগাঁথার রীতিতে।
২৯শে জুন ২০২১, ম্যারিল্যান্ড
Copyright@anisahmed
চিত্রঋণ : কাদেরী হাফেজ আহমেদ
20 thoughts on “অন্ধ প্রেমের দ্বন্দ্ব কথা”