মুঠো ফোনের সত্বার মতো
অস্তিত্ব আমার ধরা আছে তোমারই হাতে বরাবর;
কখন যে অকম্মাৎ কোন বোতাম টেপো,
কোন খেয়ালে সংযোগ করো বন্ধ , যুক্ত করো কার সাথে
বুঝে উঠিনি কখনও আমি , বুঝিনা এখনও।
ক্ষুদ্রতাটুকু এতই নগণ্য আমার যে
তোমার বিশাল আলখাল্লার পকেটের এক কোণে
পড়ে থাকি । টের পাইনা নিজেই নিজের অস্তিত্ব।
মাঝে মাঝে কারণে অকারণে বেজে উঠি অকস্মাৎ
পরমূহুর্তেই দীর্ঘক্ষণ এক নিস্তরঙ্গ নীরবতা।
জানিনে আবার “সিম” বদলাবে কবে কখন
অনিশ্চিত ভবিষ্যৎ নিয়েই কেটে যায় শঙ্কায় প্রতিক্ষণ, অনুক্ষণ
পরিচিত সংযোগগুলো হয়ত হারাবো ততক্ষণাৎ
ফেইসবুকের মুখগুলো ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যাবে জানি
নেশাগ্রস্ত ঘোলাটে চোখে কতটাই বা দেখা
ঝড়ের ঝাপ্টায় ঝাপসা সবটাই , প্রতীক্ষায় কাটবে বিরতিটুকু।
অ্যালবাম ঘেঁটে ছবি দেখার আনন্দ
ম্লান হবে ক্রমশই, পরিচিতিদের তালিকা হবে অপরিচিত ততক্ষণাৎ
মুঠোফোনের তৎপরতা শ্লথ হবে নিশ্চয়ই
মুছে যাবে আগ্রহ-ভরা সংগ্রহ সব, শূণ্যে তখন শুধু হা হুতাশ ।
অতঃপর নতুন “সিম” এর অসাধারণ অসীমতায়
এতটাই হবো মগ্ন, যে ফেলে আসা দিনগুলোর সীমিত সত্বা তুচ্ছ নিতান্তই
হয়ত বা পরিচিতির ভিন্ন তালিকা প্রস্তুত,
অভ্ন্নি অস্তিত্ব নিয়ে তখন চলাচল বোধ করি নীলিমার আপন মহিমায়
উপগ্রহের গলগ্রহ হয়ে থাকা নয় কেবল ,
গ্রহ গ্রহান্তরে অবাধ সংযোগ, তখন “ওয়াই ফাই” এর সঙ্কেত সমস্যাক্লিষ্ট নয়
বন্ধুর তালিকাও সম্প্রসারিত অনেক
নন্দিনীরা তখন কলাহাস্যে মুখর করবে নন্দন কাননের দিগন্ত বিহীন দিকগুলো।
চঞ্চল কোন পথ-ভোলা ভ্রমরের মতো
আমিও বেড়াবো এ-ফুল, ও-ফুল , ততক্ষণে হয়ত হবে মর্ত্যের সব পাপ স্খলন।
বায়োমেট্রিক নিবন্ধন করেই পাঠিয়েছিলে তুমি মুঠোফোনিক জীবন আমার
তোমারই অসীমতায় “সিম” বদলে পাবো কী হারানো সব সংযোগ আবার ?
১২ই জুন ,২০১৬, ম্যারিল্যান্ড
Copyright@ anis ahmed