একদা হৃদ্যিক ছিল যে সব অনুভব
ছিলো লুকোনো মনের চার দেয়ালে
আজকাল এই বেহায়া বিশ্বে
একান্ত ভালোবাসাগুলো বারোয়ারি ব্যাপার
মনের দেয়াল ডিঙ্গিয়ে চলে যায়
বৈদ্যূতিন বিশ্বের প্রায় সবখানে ।
প্রাণে খোদিত ভালবাসার কথারা
খোচিত হয় কাগজের মোড়কে
হাত বুলাই শুধু কার্ডের শরীরে
ঊবে যাওয়া ঊষ্ণতাকে খুঁজি বার বার
উচ্ছসিত শব্দমালায় হারায় সেই অনুভব
উপহারেরা সব ততক্ষণে উপহাস শুধু।
বাবা-দিবস,মা-দিবস, ভালোবাসা দিবস
দিবসেরা সব বিবশ হয়ে পড়ে
বানিজ্যিক বৈধতার চাপের মধ্যে
প্রাত্যহিক ভালোবাসা আবদ্ধ এখন
চব্বিশ ঘন্টার কারাগারে শুধু
বাকিটা কী ভালোবাসাবিহীন মাঠ ধু ধু !
শ্রদ্ধা ও ভালবাসার মুক্তি চাই দিনের দেয়াল থেকে
অনুভূতিরা আসুক প্রত্যহই ভালোবাসার খেয়াল থেকে।
২১শে জুন ২০২১, ম্যারিল্যান্ড
Copyright@anisahmed
19 thoughts on “অনুভূতিরা আনুষ্ঠানিক ইদানিং”