অনুভূতিরা আনুষ্ঠানিক ইদানিং

একদা হৃদ্যিক ছিল যে সব অনুভব

ছিলো লুকোনো মনের চার দেয়ালে

আজকাল এই বেহায়া বিশ্বে

একান্ত ভালোবাসাগুলো বারোয়ারি ব্যাপার

মনের দেয়াল ডিঙ্গিয়ে চলে যায়

বৈদ্যূতিন বিশ্বের প্রায় সবখানে ।

প্রাণে খোদিত ভালবাসার কথারা

খোচিত হয় কাগজের মোড়কে

হাত বুলাই শুধু কার্ডের শরীরে

ঊবে যাওয়া ঊষ্ণতাকে খুঁজি বার বার

উচ্ছসিত শব্দমালায় হারায় সেই অনুভব

উপহারেরা সব ততক্ষণে উপহাস শুধু।

বাবা-দিবস,মা-দিবস, ভালোবাসা দিবস

দিবসেরা সব বিবশ হয়ে পড়ে

বানিজ্যিক বৈধতার চাপের মধ্যে

প্রাত্যহিক ভালোবাসা আবদ্ধ এখন

চব্বিশ ঘন্টার কারাগারে শুধু

বাকিটা কী ভালোবাসাবিহীন মাঠ ধু ধু !

শ্রদ্ধা ও ভালবাসার মুক্তি চাই দিনের দেয়াল  থেকে

অনুভূতিরা আসুক প্রত্যহই ভালোবাসার খেয়াল থেকে।

২১শে  জুন ২০২১, ম্যারিল্যান্ড  

Copyright@anisahmed

Comments

19 thoughts on “অনুভূতিরা আনুষ্ঠানিক ইদানিং

  1. Pingback: cialis 15 mg
  2. Pingback: viagra 25mg online
  3. Pingback: meritking
  4. Pingback: elexusbet
  5. Pingback: madridnet
  6. Pingback: meritking
  7. Pingback: meritroyalbet
  8. Pingback: eurocasino
  9. Pingback: meritroyalbet
  10. Pingback: meritroyalbet
  11. Pingback: buy cialis tijuana
  12. Pingback: buycheapviagra.net

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *