বন্ধুর প্রতি

বন্ধু আমরা দু’জনই–

আমি এবং আমার অনুভূতি

আনন্দের উচ্ছাসে স্পষ্ট উচ্চারণেই

দু’জনই কথা বলি ঘাস ফড়িং’এর চঞ্চলতায়

অথবা প্রসন্নতাবিহীন বিষন্নতায়

ভাগ করে নিই বেদনার শুকনো রুটিটুকু ।

জিহ্বায় বড় বিস্বাদ লাগে কষ্টের কথাগুলো

পূজোর প্রসাদের মতো গিলে ফেলি চোখ বুঁজে।

ইচ্ছে করে মাঝে মাঝে

বিচ্ছিন্ন হয়ে পড়ি অনুভূতি থেকে

দেয়াল তুলি মেক্সিকান সীমান্তের আদলে

যাতে অনুভূতির অনুপ্রবেশ থেমে যায়

যাতে আবেগের বেগে পড়ে না যাই

এলো মেলো পথের কোন খানা-খন্দে।

কিন্তু বিচ্ছিন্ন করা যায় কী কখনও

আমার থেকে আমারই অনুভূতিকে

নিজেরই এক সত্ত্বার সত্য থেকে

অনুভূতির অনুরণন না পাই যদি

তখন তো মৃত একত্রে দু জনই যেন

একই কবরে শুয়ে থাকা উভয়রই।

অনুভূতি তুমি আছো ব’লেই

আমার এই উচ্ছসিত হাসি শোনে

বিশ্ববাসী প্রত্যহই সকাল সাঁঝে

অনুভূতি তুমি আছ বলেই শিশির-অশ্রু ঝরে।

অনুভূতি তোমাকেই আমি, শুধু তোমাকেই

জেনো ভালোবাসি

তোমাকে নিয়ে আজীবন এ সংসার আমার

তোমার জন্যই কান্না-হাসি।

১৫ই জুন ২০২১, ম্যারিল্যান্ড  

Copyright@anisahmed

Comments

18 thoughts on “বন্ধুর প্রতি

  1. Pingback: viagra sale china
  2. Pingback: casino poker
  3. Pingback: blue cialis pill
  4. Pingback: liquid cialis
  5. Pingback: viagra sale tesco
  6. Pingback: meritking
  7. Pingback: meritroyalbet
  8. Pingback: meritking
  9. Pingback: madribet
  10. Pingback: eurocasino
  11. Pingback: viagra tablet size
  12. Pingback: perabet
  13. Pingback: child porn

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *