লাভ-লিরিক

কখনও গ্রীষ্ম, কখনও বর্ষণ

তবু থাকে সেই মাধ্যাকর্ষণ

আমি থাকি সেখানে যতটা যুক্ত

তুমি থাকো ঠিক ততটাই মুক্ত।

আমি শুধু খুঁজি উষ্ণতা বার বার

তুমি কেন কখনও ধারো না’ক ধার।

ধরিনিতো  হাত, ধরেছি হৃদয়

তাতেই ভেবেছি হয়ে গেছে বিজয় ।

এখনওতো বাস বোকার স্বর্গে

লিখে যাই তাই নানা অনুসর্গে

শত-সহস্র পেমের কবিতা

মিলন-বিরহের মেশানো ছবিটা ।

মাঝে মাঝে পাই ঊষ্ণ উত্তাপে

কখনও হারাও মেঘের প্রতাপে

ব্যাকুল বেদনায় সর্বত্রই খুঁজি

বুঝি না কখনও, কখনও বুঝি ।

প্রত্যহই দেখি তোমার বুদ্ধি

আমিতো খুঁজি প্রেমের শুদ্ধি।

যতবার আমি হয়ে যাই সবাক

ততবারই তুমি হও হতবাক ।

হতভাগা আমি বাজাই বাঁশি

আসো না তবু, বলো আসি আসি …।

১৩ই জুন ২০২১, ম্যারিল্যান্ড  

Copyright@anisahmed

Comments

15 thoughts on “লাভ-লিরিক

  1. Pingback: cheap viagra pills
  2. Pingback: sildenafil 25 mg
  3. Pingback: cialis 5mg reddit
  4. Pingback: craps best online
  5. Pingback: red viagra pills
  6. Pingback: cialis 5 mg
  7. Pingback: can you buy viagra

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *