শব্দ ও সুরের চিরায়ত সমন্বয়, এমনকী
রক্ত ও মাংসে গড়া মানুষেরও পছন্দ;
দোলনার ঘুমপাড়ানি গান কিংবা
যৌবনের জলতরঙ্গে আছড়ে পড়া সুর
আঙ্কিক অনুপাতেইতো এগিয়ে যায়
ছন্দে এবং লয়ে প্রতিদিনই।
জানালার শার্ষি দিয়ে দেখা প্রাত্যহিক আকাশ
মেঘের পাহাড় যাকে মাঝে মাঝেই
করে গ্রাস ; কিংবা পাহাড়ী কান্নার মতোই
নামে বৃষ্টির জল, কখনও অনর্গল
এবং নিমিষেই ভাঙ্গে হৃদয়ের সব অর্গল ।
তখনই তো শব্দ ও সুর যুথবদ্ধ হয়,
নবতর আস্বাদে ।
- এটি একটি পুরোনো অপ্রকাশিত কবিতা