অন্য অনন্য শীতের প্রতীক্ষা

যদি বলি, আমি এক শীতের প্রতীক্ষায় আছি

মাঘের মেঘের হাড় কাঁপানো শীত

যদি বলি, বসন্তের প্রত্যাশায় কাটাতে হবে এ কাল

তবুও কি তুমি বলবে এ কেমন তরো পাগলামি আমার

যে আমি স্বপ্নকে লালন করেছি ঘড়ির কাঁটা ধরে

সেই-ই আমি কি তা হ’লে দুঃস্বপ্নে হারাবো অস্তিত্ব আমার !

আরে না না, এ ও তো স্বপ্নেরই সম্প্রসারণ, জেনে রেখো

অমন কনকনে শীত না যদি আসে তোমার উষ্ণতা পাবো কোথায়

যে ঊষ্ণতা আমাকে উদ্বেলিত করে, হিমেল হাওয়ার মাঝে

যে উষ্ণতাকে লালন করি আমি গহীন হৃদয়ে সকাল সাঁঝে

যে উষ্ণতায় ফোটে শীতের প্রহরে প্রেমের শত ফুল

সেই অনন্য উষ্ণতার অপেক্ষায় অমন শীতকে তো আসতেই হবে।

জানি তুমি বলবে কেন কাঠ-কয়লার উনুনে সেঁকে নেবো দু হাত

আগুন পোহাবো দু’ জনই সেদিন বেতের মোড়ায় বসে

তার পর মগ ভরা গরম চা’য়ে চুমুক দেবো চুমু দেয়ার মতো করে

অতঃপর কথার ফুলঝুরিতে ভ’রে উঠবে দু’জনের কুজন কাকলী ।

আমি বলি কি জানো , চায়ের উষ্ণতাকে ছাপিয়ে যাবে উপস্থিতি তোমার

চেয়ে চেয়ে দেখবো শীতের পরাজয় প্রেয়সীর ঊষ্ণ প্রেমের ওমে।

এখন বুঝেছো শীতের ছুঁতোয়, সম্পর্কের সুতো শক্ত করার প্রীতি কথা

চায়ের কাপ থেকে ঐ ঠোঁট অবধি উষ্ণতা পৌঁছুনোর সব ইতিকথা ।

৬ই  মে ২০২১, ম্যারিল্যান্ড  

Copyright@anisahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *