অঙ্ক ও অনুভব

পাটীগণিতের হিসেবটুকু

কখনও বুঝিনি আমি

যদিও ভাগের চেয়ে গুণ ,

এবং বিয়োগের চেয়ে যোগ

আকর্ষণ করেছে বরাবর,

বিভাজনের এই সংস্কৃতি সত্বেও 

যোগ ও গুণের মধ্যে আছে

সঙ্গতি এক প্রকার, যেমনটি

দেকার্তে  বলেছিলেন একদা,

গণিত সঙ্গীতের মতই

তেমনটি ঘটেনি আমাদের

 প্রিয়-পরিচিত জমিনে

মিলনের বদলে বিভক্তির এক

হিসেব কষে বসেছেন ব্যবসায়িরা

যাঁদের পণ্যের নাম রাজনীতি ,

ব্যবসা যাদের মানুষ নিয়েই ।

তাইতো মিলন প্রত্যাশী

প্রদীপ্ত তরুণেরা পরিত্যক্ত হলেন,

দ্রুত আলখাল্লার ভেতর লুকালেন

সুযোগ সন্ধানীরা, এস্কাবনের টেক্কা

হলো হাতবদল শাপলার সমারোহে

অভিশপ্ত সাপেরা ফণা তুললো

আপাত এক নিশ্চয়তায়।

তবে মোমের নরম আলো এখনও জ্বলছে

তরুণের হৃদয়ের গভীরে ।

তরুণীর স্বপ্ন ফিকে হয়নি এখনও

লাল সবুজের নিত্য সমারোহে।

সেই আলো ও রঙের যোগফলে

দ্বিগুণ হবে ভালবাসা

আবারও সবুজের সম্মিলনে

হেসে উঠবে দুঃখিনী মা আমার

আর সাপ-শ্বাপদেরা মিশে

যাবে বিয়োগের খাতায়

আমার ও বোঝা হবে ,

 না-বোঝা গণিতটুকু

২০১৩ সালে লেখা / ম্যারিল্যান্ড

copyright@anisahmed .

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *