অনুভবেরা আজকাল খিড়কি দূয়ার দিয়ে করে যাওয়া আসা
কখনও দিব্য চোখে চেয়ে দেখা , কখনও কেবল ভাসা ভাসা।
কদাপি কিঞ্চিৎ কিয়দংশ উচ্চারণ, বাকীটুকু নির্দয় নীরবতা
কখনও নিছক গদ্যের গোঁড়ামি , কখনও বা শুধু কাব্যকথা ।
পাদপ্রদীপের সামনে ছায়া, অথচ পশ্চাতেই দেখি অনন্ত আলো
লুকোনো ললিতকে সন্ধানের ছলে অকষ্মাৎ বেসে ফেলা ভালো ।
অস্ফুট উচ্চারণে শব্দরা তরল; গাঢ় কেবল অনুভবের আয়তন
দাঁড় বেয়ে চলে মাঝি মন জলে, বাকিটা প্রসারিত পাটাতন।
মনের ক্যানভাসে আঁকা রক্ত ক্ষরিত অন্যমন , আনমনা হয়েই দেখি
কখনও কখনও এখনও আসো কাছে , কখনও মনে হয় মেকি।
পিঞ্জরে পোষা পাখি-মন দেখে আকাশী হ্রদে , হৃদয়ের একক এষণা
স্বগতোক্তির মতোই মাঝে মাঝে নির্মেঘ ভালোবাসার করে ফেলে ঘোষণা।
জীবনে যদি থাকতো অনন্তকাল কবিতার মতো এই গাঢ়-গূঢ় অন্তমিল
মুক্ত হতো মন উড়ন্ত পাখির মতোই খুলে যেতো বন্ধনের যত খিল।
গোধূলির কাছাকাছি এসে এখন তো কেবল অন্য আলোর সন্ধান
খরায় তপ্ত মনও চায় পূর্ণ বর্ষায় ডাকুক ঐশ্বরিক এক বান।
৮ই জুন ,২০১৬, ম্যারিল্যান্ড
Copyright@ anis ahmed