আলো, একান্ত আঁধারেরই

ল্যাম্পপোস্টের মতোই দাঁড়িয়ে থাকা

একাকী অন্ধকারের প্রাত্যহিক সঙ্গী হয়ে

আঁধারের সঙ্গে আলাপন প্রত্যহই

বন্ধুত্ব যতটা ,বৈরিতা বুঝি তার চেয়ে বেশী ।

আলোর অনাবিল উৎস হিসেবে অবস্থান

যদিও , অন্ধকারের সঙ্গেই দেওয়া-নেওয়া

অনুচ্চারিত কথোপকথন, অনুভবের আঙ্গিনায়

অক্লান্ত এক অনড় অস্তিত্ব নিয়েই টিকে থাকা।

আলোর চাদরে মোড়া সোনা রঙের দিনে

অলক্ষেই অবস্থান নিই গলির এক চেনা মোড়ে

বড় জোর পাড়ার পরিচিত ভিখেরিটা এসে বসে

মাঝে মাঝে এলিয়ে দেয় ক্লান্ত শরীর কখনও।

সূর্যের প্রখর আলোয় নিতান্তই নগণ্য ল্যাম্পপোস্টের

ফিকে ঝলকানি। কেবল রাতের অন্ধকারেই

উজ্জ্বলতর হয়ে ওঠা, অস্তিত্বের অন্তর্গত প্রকাশ।

অন্ধকারই পারে আলোর আবশ্যিক প্রস্ফুটন

আলোতে আঁধারে এমন সখ্যতা চিরন্তন

বাহ্য-বৈপরীত্যের এই পরিহাস, উপহাস নয় আদৌ।

২৪শে এপ্রিল ২০২১ , ম্যারিল্যান্ড

Copyright@anisahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *