রমনার বটমূল নাকি শূন্য থাকবে এবারও
সুরকে করেছে অসুর অণুজীব
কন্ঠকে করেছে রুদ্ধবাক।
এ কষ্ট জানি যতটা আমার, ততটাই সবারও ।
প্রভাতের সূর্যোদয়ে এবারও গাইবে না কেউ
কোন ঘরের দ্বার খোলার গান
নিস্তব্ধতার কাফনে ঢেকে গেছে সব
এখন বৃথাই খুঁজি নান্দনিক আনন্দ-অনুভবের ঢেউ ।
চলে গেলেন মিতা, যাচ্ছেন চলে অনেকেই আজকাল
কষ্টের কষে ভিজছে হৃদয়েরা সব
শূন্যের গুণনে বাড়ছে শূন্যরা রোজ
আমরা শুধু প্রতীক্ষায় গুণি কাল, কবে আসবে সে সকাল।
জানিনে কবে আবার গলা ছেড়ে গাইবো বোশেখী গান
কবে পাবো প্রার্থিত সেই প্রভাতী পবন
কবে আবার শব্দ ও সুরে মুগ্ধ হবো আমি
আবার কবে জনারণ্য হয়ে যাবে রমনার বিষন্ন উদ্যান।
অন্য এক বৈশাখের প্রতীক্ষায় কাটে না আর এ দীর্ঘ রাত
হায় কবে পাবো খুঁজে আমার বৈশাখের সেই হারানো প্রভাত ।
১১ই এপ্রিল ২০২১, ম্যারিল্যান্ড
Copyright@anisahmed