বিমূর্ত ভালোবাসাও মূর্তমান হয়
দেখা হয় যখন তোমার সাথে
ঘোর অমাবস্যার নিকষ কালোরা পালায়
চাঁদ হয়ে আসো যখন গভীর রাতে।
অনুজীবেদের অনুকম্পায় ইদানিং
ভালোবাসাও থাকে ছ’ফুট দূরে
আমি শুধু প্রতীক্ষায় থাকি দিনরাত
মাঝে মাঝে চাই তাকে বেসুরো সুরে।
ভার্চুয়াল আর রিয়ালের পার্থক্য বুঝিনা আমি
ভার্চুয়ালেই অন্তত খুঁজি একটুকরো ভালোবাসা
কই পাই নাতো সেই উষ্ণতার ছোঁয়া খানি
আশায় আশায় কেটে যায় সবটুকু প্রত্যাশা ।
তুমিই তো বোঝালে সেদিন ক্লাসের পড়ার মতো
“শোনো হে বালক ভালোবাসাকে ছুঁয়েছ কখনও
ভার্চুয়ালতো ভালোবাসা সকল সময়ের জন্য
তেমনই ছিল আগেও জেনো, তেমনই আছে এখনও”।
ভালোবাসা বলে যাকে জানি সেতো আসলে ভালোবাসার মানুষ
ভালোবাসা তো অলীক বরাবরই প্লেটনিক কল্পনায় উড়ন্ত ফানুস।
৩রা এপ্রিল ২০২১, ম্যারিল্যান্ড
Copyright@anisahmed