অগত্যা বিষন্নতায় সমর্পণ

বিরামহীন এই যে অশ্রুপাত
বসন্ত বিকেলের এই যে বিষন্নতা
তারই সঙ্গেতো সংলাপ আমার
কিঞ্চিত্ মঞ্চের মধ্যখানে একেবারে
বাকিটা পাদপ্রদীপের আলোর বাইরে।
তুমিওতো জানো বন্ধু, হে বিষন্নতা
চারিদিক যখন দোলে দোদুল্যমান
এবং পোশাকি বসন্ত প্রকাশমান
তখনও তোমার চোখের আকাশে
জমে থাকে বেদনার খন্ড খন্ড মেঘ
কষ্টরা ঝরে পড়ে ঠিক বৃষ্টির মত
অযথাই খুঁজে বেড়াই সুখ শত শত।

বুঝিনে আমি আজও কীসের এত কষ্ট
যে বসন্ত বিকেলেও কেঁদে যাও অবিরত
জানি বলবে তুমি, “হলদে পাখিদের আনাগোনা
এতো কেবল বসন্তের আবরণ বইতো নয়
দোলের রঙ্গের মতোই জলে ধোবে এখনই হয়ত
তারপর সব সাদা-কালোয় হারাবে একেবারে
তা হ’লে কেন এ অযথা, অসময়ে আড়ম্বর!
থাক না হয় আজ বসন্ত জাগ্রত দ্বারে
অন্দরমহলে তাকে জায়গা দেবে কেন”?
আচ্ছা থাক তা হ’লে এ মন মেঘাচ্ছন্ন হয়েই ।
বিষন্নতা, তোমার সঙ্গে তর্কে হেরে যাবো জানি
আনন্দের চেয়ে দুঃখেই থাকে সুখের পরশখানি

সুখতো কেবল ছদ্মবেশে ঢাকে দুঃখের যত যন্ত্রণা
হলদে পোশাকে জানান দিয়ে যায় বসন্তের মন্ত্রণা
অথচ দেখো দুঃখ ঝরে, যেন আষাঢ়স্য দিনের বৃষ্টি
তাতেই দেখি সবুজের সমারোহ, সকল কিছুর সৃষ্টি ।

২৮শে মার্চ ২০২১, ম্যারিল্যান্ড
Copyright@anisahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *