কে বলে স্বপ্নরা জন্মায় না কখনই
কে বলে স্বপ্নরা শুধু আসে গভীর ঘুমে
আমিতো জানি স্বপ্ন জন্মেছিল জাগরণে
এবং জাগাতে জনতাকে সর্বক্ষণে ।
স্বপ্ন এসেছিল মধুমতি নদী বেয়ে
স্বপ্ন এসেছিল এক বাস্তবের পথ চেয়ে ।
স্বপ্নের সোপান বেয়ে উঠেছিলে তুমি
স্বপ্নে ও তোমার মিলন মেলাই এই জন্মভূমি।
স্বপ্ন ও তুমি পরস্পর একাকার
পার হবে পরাধীনতার পারাবার
এই-ই ছিল তোমার স্বপ্নের সংকল্প
বোঝেনি অনেকেই, কেউবা বুঝেছে
অল্প অল্প ।
আমিতো দেখেছি রমনার মাঠে
দেখেছি বহুবার পদ্মার ঘাটে
স্বপ্নের সেই একাকী কারিগর
কারিগরতো নয় যেন এক জাদুকর।
নির্মাণ করেছো তুমি স্বপ্ন নতুন করে
বাংলাদেশকে তাই দেখি আজ এ নতুন ভোরে।
চলে গেলে তুমি , হয়ে গেল সব ফাঁকা
দিয়ে গেলে হাতে স্বপ্নের এই পতাকা
১৭ই মার্চ ২০২১, ম্যারিল্যান্ড
Copyright@anisahmed