সেদিনকার এক গোধূলি সময়ে
যখন অস্ত যায়নি সূর্য পুরোটা
চাঁদ ও ওঠেনি পূর্ণিমার উঠোনে,
নীলকন্ঠি পাখিটা বলে উঠলো
কবিতার সঙ্গে কিসের এত ঢলাঢলি
সেই কি তবে তোমার প্রথম প্রেম !
হতবাক অরিন্দম অগত্যা বলে
কবিতার বাহ্য মোড়কে আবৃত
প্রথম প্রেম তো সেই পাখিটাই
সাঁঝবেলায় যে নীড়ের সন্ধান পেলো;
নিজেকেই যদি পারে না চিনতে
বহুদিনের প্রিয়-পরিচিত সেই পাখি
কবিতার পেলব দেহ দেখে সে
ঈর্ষান্বিত , দেখেনি তার অন্তরটুকু।
১০ই মার্চ ২০১৪। মেরিল্যান্ড*
copyright@anisahmed.
একটি পুরোনো কবিতা কিন্তু ওয়েব সাইটে দেয়া হয়নি।