জগতের তাবত্ প্রেমিকেরা
সেই কোন কাল থেকে
খোঁজেন কেবল মোনালিসার
একচিলতে হাসি প্রেয়সীর ঠোঁটে।
সেই যে কবে কোন কালে
দ্য ভিঞ্চি এঁকেছিলেন সেই ছবিটা
প্রেমের এ দূর্মূল্যের বাজারে অমূল্য হয়ে রইল
সেই ছবিটা প্রেমিক-পুরুষদের মনে ।
শোনো তবে , কানে কানেই বলি,
নইলে বিশ্বের শিল্পবোদ্ধারা সব
সমাবেশ করে তুলতে পারেন আওয়াজ
গন্ডমূর্খ এ কবিকে দিয়ে দাও ফাঁসি
যে এখনও বোঝেনি মোনালিসার হাসি।
তাই তোমাকেই বলি শুধু ,হাসিটা তোমার
মোনালিসার হাসির ধারে কাছেও নেই ।
ও মা ..এই দেখো, চোখে অমনি জলটলমল।
আমারই বাক্যবিন্যাসে হয়ত ছিল ভুল
চেয়েছিলাম বলতে কেবল এই সত্যটুকুন
তোমার হাসির ধারে-কাছেও নেই মোনালিসা
তবু নির্বোধেরা এখনও জান করেন কোরবান
ঐ বক্র হাসির চক্রে পড়ে; অবুঝ প্রেমিকারা সব
সবুজ সত্য খোঁজেন প্রশ্নাতীত বিশ্বাসে ।
আমিতো খুঁজে পাইনি আজও কোন হাসি
যা তূল্য-মূল্য তোমার হাসির কাছে ।
দূর্ভাগ্য আমার যে আমি কোন দ্যভিঞ্চি নই
যে দীর্ঘ সময় ধরে আঁকবো ছবি তোমার ।
তবে মোনালিসার নয় , তোমার ঐ স্থির চিত্র
অস্থির করে চিত্ত আমার বার বার ।
হাসির স্নিগ্ধতায় ফোটাও ফুল প্রত্যহই তুমি
তুষারে ঢাকা এই শুষ্ক বাগানে আমার
হোক না যতই চিত্র স্থির, চঞ্চল চোখ বলে যায় কথা
সুখের পরশ দিও যাও নিত্যই, হৃদয়ে যতই ব্যথা।
মোনালিসার প্রাণে এখন আফসোস রাশি রাশি
কেন পেল না সে তোমার ঠোঁটের কিংবদন্তী হাসি।
৪ঠা মার্চ ২০২১,ম্যারিল্যান্ড
Copyright@anisahmed
চিত্র: Eric Terrade