কবিতায় কবিতা
আনিস আহমেদ
একালে এবং সেকালেও
সকালে ও বিকালেও
এতটাই কাটা-ছেড়া
এতটাই ভাঙা বেড়া
যে তুমি যত হয়েছ রক্তাক্ত
আমি ঠিক ততটাই ঘর্মাক্ত ।
শব্দদের করেছি চৌচির
বিশেষজ্ঞ যেন এক বীর
খুঁজেছি অযথা চিত্রকল্প
বুঝিনি পেছনের গল্প
উতপ্রেক্ষা কিংবা উপমায়
নিরূপমারা সব নিরূপায়।
অক্ষরেরা থেকেছে অক্ষয়
ভরেছে খাতা শধু শব্দময়
তোমাকে করা অনুসন্ধান
ব্যর্থ আমি, এ কী অপমান!
তোমাকে করা এ ব্যবচ্ছেদ
গড়লো তোমাতে আমাতে ছেদ
বুঝলাম যে দিন তুমিই কবিতা
পূর্ণ হলো আঁকা ছবিটা
২৭ শে ফেব্রুয়ারি ২০২১, ম্যারিল্যান্ড
Copyright@anisahmed